Showing posts with label Popular Posts. Show all posts
Showing posts with label Popular Posts. Show all posts
Monday, December 26, 2016
Bangladesh vs New Zealand ODI Live.
By
NaSiR MEajE
4:13:00 AM
Ban V NZ, cricket, Live, Most Popular, New Post, Popular Posts, Recent Posts, Sports, Video, Videos
Saturday, December 24, 2016
Dangal (2016) - Hindi Full HD Movie Download or Watch Online 🎬 🎬
By
NaSiR MEajE
5:17:00 PM
Dangal, Dangal 2016, Dangal Full HD Movie, Dangal full movie download, Dangal hindi movie, Most Popular, New Movie, New Post, Popular Posts, Recent Posts, Video, Videos
Dangal (2016) - Hindi Full HD Movie Download or Watch Online 🎬 🎬
Dangal is an extraordinary true story based on the life of Mahavir Singh and his two daughters, Geeta and Babita Phogat. The film traces the inspirational journey of a father who trains his daughters to become world class wrestlers.
Aamir Khan's Dangal has finally released on Friday and it has ended the lull at the box office. For the longest time, following the demonetization, films weren't running to full plexes as India ran cashless for around a month. Situations are returning to normalcy now.Dangal has collected Rs 29.78 crores on first day. The film is expected to cross Rs 100 crores in first weekend. Trade Analyst Taran Adarsh shared, “#Dangal wrestles demonetisation, Sets the BO on fire. Ends the lull phase Fri ₹ 29.78 cr [incl ₹ 59 lacs from Tamil and Telugu].”This also means that Dangal will be Aamir's second highest opening day figure, following Dhoom 3 which raked in Rs 32.48 crore on Day 1. It has even surpassed Aamir's PK which collected Rs 25.45 crore on its first day at the BO.
Starring: Aamir Khan, Sakshi Tanwar, Fatima Sana Shaikh, Sanya Malhotra, Zaira Wasim, Suhani Bhatnagar
Directed By: Nitesh Tiwari
Written By: Nitesh Tiwari, Shreyas Jain, Piyush Gupta, Nikhil Mehrotra
Produced By: Aamir Khan, Kiran Rao & Siddharth Roy Kapur
Music: Pritam
Lyrics: Amitabh Bhattacharya
Director of Photography: Setu
Production Designer: Laxmi Keluskar & Sandeep Meher
Editor: Ballu Saluja
Casting Director: Mukesh Chhabra
Costume Designer: Maxima Basu
Wrestling Choreography and Coach: Kripashankar Patel Bishnoi
Action Director: Sham Kaushal
Sound Designer: Shajith Koyeri
Tuesday, November 8, 2016
Saturday, October 29, 2016
Tuesday, October 25, 2016
স্বপ্ন যাবে বাড়ী Shopno Jabe Bari Song
স্বপ্ন যাবে বাড়ী Shopno Jabe Bari Amar 2016 GP Song - YouTube
Airtel Buzz “Local প্রেমের গান Song
Airtel Buzz “Local প্রেমের গান” || এয়ারটেল প্রেজেন্টস, “সানি’র মুক্তাঞ্চল”এর প্রথম গান
Awesome Animated Romanitic song ll Thik Emon Ebhabe Song Gangster by Arijit Singh - Cartoon Version
Thik Emon Ebhabe Song Gangster Movie by Arijit Singh - Cartoon Version
Na bujhi Duniya song aynabaji by circuit band - Chimpuk version
Na bujhi Duniya song aynabaji by circuit band - Chimpuk version
Tuesday, November 10, 2015
Teenage Relationship
১২-১৭ কিংবা ১৮ এই বয়সের সেই আধোজাগা সম্পর্কগুলো..!!
১২-১৭ কিংবা ১৮ এই বয়সের প্রেম/সম্পর্কগুলো
অনেকটা রাত
জেগে দেখা স্বপ্নের মত।
হতে পারে সেই প্রথম ক্র্যাশটা ক্লাসমেটের
উপর,
হয়তোবা বার্ষিক ক্রিড়াপ্রতিযোগিতায়
স্কুল মাঠে দেখা বড় কোন ভাইয়ার উপর,
হতে পারে পাশের বাসার ছটফটে তরুনীর
উপর,
অথবা নীল-সাদা-কালো এই
ফেসবুকে কারোও
প্রোফাইল পিকচারেল উপর,
ছোটবেলায় খেলারছলে জামাই-বউ
সাজা সেই ছোট্ট কাজিনের উপরও
হতে পারে!…
এই হুট
করে এসে যাওয়া ব্যপারগুলো ততটা প্রভাবশালী না হলেও,
স্থায়িত্বের রেশটুকু ব্যপক।
.
.
আপনি আজ রাতে ঘুমোতে যাবার সময় ঠিক
করে নিলেন, খুব সুন্দর নিজের ইচ্ছেমাফিক
এক
স্বপ্ন দেখবেন।
চোখ বন্ধ করে জোর করে সেই স্বপ্নের প্লটও
সাজিয়ে নিলেন।
আপনি জানেন এটা কেবলই একটা সুখস্বপ্ন, তবু
স্বপ্নের মাঝেই আপনি আপনার অপূর্ণ
আশাগুলো একে একে পূরণ করে চলবেন।
একসময় আপনি ঘুমের আলফা লেভেল পার
করে বিটা লেভেলে পৌছে যাবেন!
এই লেভেলে আর স্বপ্নের
উপর আপনার নিয়ন্ত্রণ থাকবেনা।
তখন স্বপ্ন ইচ্ছেমাফিক চলবে।
সাধারণত ঘুম ভেঙে এই লেভেলের
স্বপ্নগুলোকেই আমরা স্মরণে আনতে পারিনা!
আস্তে আস্তে আপনি চলে যাবেন ঘুমের
গামা লেভেলে।
যে লেভেলে মস্তিষ্ক আর আপনাকে কোন
স্বপ্ন দেখায় না!
আপনি গাঢ় ঘুমে আচ্ছন্ন…
আর সকালে উঠে ঐ
আলফা লেভেলে থাকা স্বপ্নটা আপনার
কাছে মনে হবে অসম্পূর্ণ রয়ে গেছে।
পরদিন হয়তো আপনি আবার সেই স্বপ্নটা চালু
করবেন আগের মতো!
… … …
ঠিক তেমনই হয়ে থাকে টীনএজের সম্পর্ক/
প্রেমগুলো!
হুট করে কাউকে ভালো লেগে গেলো,
বন্ধুরাও আপনাকে আশ্বাস দিয়ে গেলো
ব্যস… আপনিও শুরু করে দিলেন আপনার মনের
ভিতর আলফা লেভেলের ভালোবাসা চক্র!
মেক্সিমাম ক্ষেত্রেই, এই
সম্পর্কটা একতরফাভাবে হয়ে থাকে।
প্রথম প্রথম আপনি তাকে নিয়ে স্বপ্ন
সাজাতে থাকেন,
কারণ তখন সেই স্বপ্নটা দেখতে/
ভাবতে আপনার ভালো লাগে।
একসময় শুরু হয়, স্বপ্ন
বাস্তবায়নের আকাঙ্ক্ষা।
যাদের ক্ষেত্রে এ লেভেলটা সাকসেস
তাদের নিয়ে একটু পরে আসছি!
অনেকেই তখন তার তৈরিকৃত
স্বপ্নটা সত্যি করে দেখার জন্য
উঠেপড়ে লাগেন।
তৈরি হয় বাস্তবতা।
আপনি তখন খেয়াল করেন যে, আপনার এই হুট
করে ক্র্যাশ খাওয়া সম্পর্কের অস্তিত্ব কেবল
আপনার মাঝে
বিদ্যামান!
শুরু হয় ফ্রাস্টেশন, ক্ষোভ, নস্টালজিয়া, ইনস্
মনিয়া প্রভৃতি।
আপনি এখন লেভেল বিটাতে আছেন।
আপনি চাইলেও এখন আপনার নিজের তৈরিকৃত
স্বপ্নটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না!
এভাবেই চলতে থাকে।
যতদিন আপনি ২য় কোন ক্র্যাশ না হচ্ছেন…
আর যারা আলফা লেভেলের পর
সৌভাগ্যক্রমে রিলেশন করতে পারেন,
তারাও এই লেভেলের বাইরে যেতে পারেন
না!
হয়তো দেখা যাবে, কেউনা কেউ একজন
বিট্রে করছেই!
কারণটা নিতান্তই সিম্পল,
যখন একজন বিটা লেভেলে গিয়ে সঙ্গীর
প্রেমে হাবুডুব খাচ্ছে অন্যজন তখন,
আলফা লেভেলে থেকেই অপর কোন
ক্র্যাশে জড়িত হয়ে যাচ্ছে
সম্পর্কটা ভেঙে যায়।
এখানে লক্ষনীয় যে, দুই পরিবেশের কেউই
কিন্তু “গামা লেভেল” এ যায়না।
তার কারণ, বয়সটা তখন কৈশোর যৌবনের
মাঝামাঝি!
এই বয়সে মনের খেয়ালে অনেক
ভালোলাগা তৈরি হতে পারে।
কিন্তু বাস্তবতা হলো,
কয়জন পারে সেই
আধভাঙা স্বপ্নটা ভুলে যেতে??
কেউ কেউ একটু বড় হয়ে,
ব্যপারগুলো ছোটবেলার
খামখেয়ালি ভেবে ভুলে যেতে চায়।
হয়তো পারেও।
নতুন প্রেমিকের বুকে মাথা গুজে খুজে পায়
সুখ।
কিন্তু রাস্তা পাড় হতে গিয়ে যেদিন
সামনাসামনি পড়ে যায় সেই
চশমা পড়া পরিচিত মুখ!
সুখি মেয়েটাও সেদিন বালিশে মুখ
গুজে অল্প কাঁদে।
কেউ কেউ ভুলতে চায়না।
এই অপ্রাপ্তিটাকেই চায় লালন
করতে সারাজীবন।
দূর থেকে হয়তো সে আজও
মেয়েটাকে সে ফলো করে যায়।
চিনে ফেলার আশংকায় কিছুদুর
যেয়ে ফিরে আসে।
জোৎস্না রাতে ছাদের রেলিঙে বসে,
হয়তো কেউ সিগারেটের ধোয়ায়
বৃথা শান্তি খুজে বেড়ায়!
নাহ্…চাইলেও আমরা ভুলতে পারিনা,
১২-১৭ কিংবা ১৮ এই বয়সের সেই
আধোজাগা সম্পর্কগুলো।
কি দরকার?
থাকনা সেগুলো,
হয়তো এই আধভাঙা স্বপ্নটাই সম্পুর্ণ করার জন্যই
রাত জেগে আছে শতসহস্র জোড়া চোখ!
…..
অনেকটা রাত
জেগে দেখা স্বপ্নের মত।
হতে পারে সেই প্রথম ক্র্যাশটা ক্লাসমেটের
উপর,
হয়তোবা বার্ষিক ক্রিড়াপ্রতিযোগিতায়
স্কুল মাঠে দেখা বড় কোন ভাইয়ার উপর,
হতে পারে পাশের বাসার ছটফটে তরুনীর
উপর,
অথবা নীল-সাদা-কালো এই
ফেসবুকে কারোও
প্রোফাইল পিকচারেল উপর,
ছোটবেলায় খেলারছলে জামাই-বউ
সাজা সেই ছোট্ট কাজিনের উপরও
হতে পারে!…
এই হুট
করে এসে যাওয়া ব্যপারগুলো ততটা প্রভাবশালী না হলেও,
স্থায়িত্বের রেশটুকু ব্যপক।
.
.
আপনি আজ রাতে ঘুমোতে যাবার সময় ঠিক
করে নিলেন, খুব সুন্দর নিজের ইচ্ছেমাফিক
এক
স্বপ্ন দেখবেন।
চোখ বন্ধ করে জোর করে সেই স্বপ্নের প্লটও
সাজিয়ে নিলেন।
আপনি জানেন এটা কেবলই একটা সুখস্বপ্ন, তবু
স্বপ্নের মাঝেই আপনি আপনার অপূর্ণ
আশাগুলো একে একে পূরণ করে চলবেন।
একসময় আপনি ঘুমের আলফা লেভেল পার
করে বিটা লেভেলে পৌছে যাবেন!
এই লেভেলে আর স্বপ্নের
উপর আপনার নিয়ন্ত্রণ থাকবেনা।
তখন স্বপ্ন ইচ্ছেমাফিক চলবে।
সাধারণত ঘুম ভেঙে এই লেভেলের
স্বপ্নগুলোকেই আমরা স্মরণে আনতে পারিনা!
আস্তে আস্তে আপনি চলে যাবেন ঘুমের
গামা লেভেলে।
যে লেভেলে মস্তিষ্ক আর আপনাকে কোন
স্বপ্ন দেখায় না!
আপনি গাঢ় ঘুমে আচ্ছন্ন…
আর সকালে উঠে ঐ
আলফা লেভেলে থাকা স্বপ্নটা আপনার
কাছে মনে হবে অসম্পূর্ণ রয়ে গেছে।
পরদিন হয়তো আপনি আবার সেই স্বপ্নটা চালু
করবেন আগের মতো!
… … …
ঠিক তেমনই হয়ে থাকে টীনএজের সম্পর্ক/
প্রেমগুলো!
হুট করে কাউকে ভালো লেগে গেলো,
বন্ধুরাও আপনাকে আশ্বাস দিয়ে গেলো
ব্যস… আপনিও শুরু করে দিলেন আপনার মনের
ভিতর আলফা লেভেলের ভালোবাসা চক্র!
মেক্সিমাম ক্ষেত্রেই, এই
সম্পর্কটা একতরফাভাবে হয়ে থাকে।
প্রথম প্রথম আপনি তাকে নিয়ে স্বপ্ন
সাজাতে থাকেন,
কারণ তখন সেই স্বপ্নটা দেখতে/
ভাবতে আপনার ভালো লাগে।
একসময় শুরু হয়, স্বপ্ন
বাস্তবায়নের আকাঙ্ক্ষা।
যাদের ক্ষেত্রে এ লেভেলটা সাকসেস
তাদের নিয়ে একটু পরে আসছি!
অনেকেই তখন তার তৈরিকৃত
স্বপ্নটা সত্যি করে দেখার জন্য
উঠেপড়ে লাগেন।
তৈরি হয় বাস্তবতা।
আপনি তখন খেয়াল করেন যে, আপনার এই হুট
করে ক্র্যাশ খাওয়া সম্পর্কের অস্তিত্ব কেবল
আপনার মাঝে
বিদ্যামান!
শুরু হয় ফ্রাস্টেশন, ক্ষোভ, নস্টালজিয়া, ইনস্
মনিয়া প্রভৃতি।
আপনি এখন লেভেল বিটাতে আছেন।
আপনি চাইলেও এখন আপনার নিজের তৈরিকৃত
স্বপ্নটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না!
এভাবেই চলতে থাকে।
যতদিন আপনি ২য় কোন ক্র্যাশ না হচ্ছেন…
আর যারা আলফা লেভেলের পর
সৌভাগ্যক্রমে রিলেশন করতে পারেন,
তারাও এই লেভেলের বাইরে যেতে পারেন
না!
হয়তো দেখা যাবে, কেউনা কেউ একজন
বিট্রে করছেই!
কারণটা নিতান্তই সিম্পল,
যখন একজন বিটা লেভেলে গিয়ে সঙ্গীর
প্রেমে হাবুডুব খাচ্ছে অন্যজন তখন,
আলফা লেভেলে থেকেই অপর কোন
ক্র্যাশে জড়িত হয়ে যাচ্ছে
সম্পর্কটা ভেঙে যায়।
এখানে লক্ষনীয় যে, দুই পরিবেশের কেউই
কিন্তু “গামা লেভেল” এ যায়না।
তার কারণ, বয়সটা তখন কৈশোর যৌবনের
মাঝামাঝি!
এই বয়সে মনের খেয়ালে অনেক
ভালোলাগা তৈরি হতে পারে।
কিন্তু বাস্তবতা হলো,
কয়জন পারে সেই
আধভাঙা স্বপ্নটা ভুলে যেতে??
কেউ কেউ একটু বড় হয়ে,
ব্যপারগুলো ছোটবেলার
খামখেয়ালি ভেবে ভুলে যেতে চায়।
হয়তো পারেও।
নতুন প্রেমিকের বুকে মাথা গুজে খুজে পায়
সুখ।
কিন্তু রাস্তা পাড় হতে গিয়ে যেদিন
সামনাসামনি পড়ে যায় সেই
চশমা পড়া পরিচিত মুখ!
সুখি মেয়েটাও সেদিন বালিশে মুখ
গুজে অল্প কাঁদে।
কেউ কেউ ভুলতে চায়না।
এই অপ্রাপ্তিটাকেই চায় লালন
করতে সারাজীবন।
দূর থেকে হয়তো সে আজও
মেয়েটাকে সে ফলো করে যায়।
চিনে ফেলার আশংকায় কিছুদুর
যেয়ে ফিরে আসে।
জোৎস্না রাতে ছাদের রেলিঙে বসে,
হয়তো কেউ সিগারেটের ধোয়ায়
বৃথা শান্তি খুজে বেড়ায়!
নাহ্…চাইলেও আমরা ভুলতে পারিনা,
১২-১৭ কিংবা ১৮ এই বয়সের সেই
আধোজাগা সম্পর্কগুলো।
কি দরকার?
থাকনা সেগুলো,
হয়তো এই আধভাঙা স্বপ্নটাই সম্পুর্ণ করার জন্যই
রাত জেগে আছে শতসহস্র জোড়া চোখ!
…..